Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না: আখতার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২১:১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন

রংপুর: কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে কেউ কেউ। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যে ফ্যামেলি কার্ড দিতে চাচ্ছেন, সেই কার্ড পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কোনো গ্যারান্টি আছে?’

তিনি বলেন, ‘আমরা মিথ্যা কোনো কথা দিতে চাই না। আমরা যে ওয়াদা করব তা সঠিকভাবে বণ্টন করতে চাই। ন্যায্য বিচার চাই, আমরা যার যেটা হক তার কাছে পৌঁছাতে চাই। আমরা সকল পক্ষকে ধারণ করে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। দেশের অর্থনীতি কিনারে ফেলে রেখে কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, ‘যারা ঋণ খেলাপী এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন, তাদের আসন্ন নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না।’

তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর ভিত্তি করে রাজনীতি করার কথা তুলে ধরে বলেন, ‘আমরা যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি করতে চাই। তাই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাওতালসহ সকল জনগোষ্ঠীর মানুষেরা ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। সেই নিরাপত্তার চাদরে রেখে দেশকে নেতৃত্ব দিতে চাই।’

আখতার হোসেন স্লোগান তুলে বলেন, ‘যে আসনে মার্কা শাপলা কলি, সেই আসনে সবার মার্কা দাঁড়িপাল্লা। যেই আসনে রিকশা মার্কা, সেই আসনেও সবার মার্কা দাঁড়িপাল্লা। এবারে দাঁড়িপাল্লার জয় হবে। সেই জয় রংপুর থেকেই হবে। রংপুরের মতো দেশের মানুষ মুখিয়ে আছে ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের প্রতীকে ভোট দিতে।’

জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এ টিএম আজহারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও রংপুর-৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর