Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৬
বিপিএলে ব্যাটে-বলে সেরা কারা?

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:২২

ব্যাটে-বলে সেরা ইমন ও শরিফুল

দীর্ঘ এক মাসের লড়াই শেষে অবশেষে পর্দা নামল এবারের বিপিএলের। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিওর্স। এবারের বিপিএলে ব্যাটে-বলে সেরা হলেন কারা?

সর্বোচ্চ রান করে এবারের আসরের শীর্ষ ব্যাটার হয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯৫ রান করেছেন ইমন। তার ব্যক্তিগত সর্বোচ্চ ৬৫ রান। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

ইমনের পরেই আছেন রংপুরের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে তার রান ৩৮২, ব্যক্তিগত সর্বোচ্চ রান ১০৯। সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।

এই তালিকার তিনে রয়েছেন চ্যাম্পিয়ন রাজশাহীর তানজিদ হাসান তামিম। ১৩ ম্যাচে তার রান ৩৫৬। সর্বোচ্চ ১০০ রান রয়েছে তার। ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন তিনি। এছাড়া ফিফটির সংখ্যাও একটি। রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ১৩ ম্যাচে ৩৫৫ রান করে চতুর্থ শীর্ষ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনিও সেঞ্চুরি করেছেন। এছাড়া একটি ফিফটি রয়েছে তার, সর্বোচ্চ রান ১০১। রংপুরের ডেভিড মালান ৯ ম্যাচে ৩০০ রান করে পঞ্চম সেরা ব্যাটারের তালিকায় রয়েছেন। সর্বোচ্চ ৭৮ রান আর মোট ফিফটি ৩টি।

বিজ্ঞাপন

এবারের বিপিএলে হয়েছে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন। তার সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ছাপিয়ে নতুন কীর্তি গড়েন এই পেসার।

শরিফুলের পরই অবস্থান নাসুম আহমেদের। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা এই তারকা বোলার। তার সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট।

তালিকার তিনে আছেন রাজশাহীর রিপন মন্ডল। দুর্দান্ত বল করেছেন এই বোলারও। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। এই পেসারের সেরা বোলিং ১৩ রানে ৪ উইকেট।

নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চতুর্থ সেরা। তার সেরা বোলিং ২৬ রানে চার উইকেট। এছাড়া রাজশাহীর বিনুরা ফার্নান্ডো ১১ ম্যাচে সমানসংখ্যক উইকেট নেন। তার সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট। মোস্তাফিজুর রহমান রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছিলেন। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম সেরা মেহেদী হাসান ও আমির জামাল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর