Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পোস্টাল ভোটের বাক্স তালাবদ্ধ করল রিটার্নিং কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:২২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৩১

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটারকে ভোটারিধকার প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বা বৈধভাবে নিবন্ধিত হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৪টি আসনের পোস্টাল ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, জেলার চারটি আসন থেকে ১৮ হাজার ১০৮জন রেজিষ্ট্রেশন করেন, যারমধ্যে ১০৮টি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হয় এবং ১৭ হাজার ৯৮৮জন পোস্টাল ভোটারের অনুমোদন দেয়া হয়। এরমধ্যে অনুমোদিত পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ১১৯ ও নারী ভোটার রয়েছে এক হাজার ৯৭৭টি। এছাড়া ফরিদপুর-১ আসনে মোট ভোটার রয়েছে ৪ হাজার ৮৬১, ফরিদপুর-২ আসনে ৩ হাজার ৫৫১, ফরিদপুর-৩ আসনে ৩ হাজার ৮৪৫ ও ফরিদপুর-৪ আসনে ৫ হাজার ৭৩১টি।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহন শেষে প্রার্থীদের এজেন্টদের সামনে খোলা হবে ব্যালটবাক্সগুলো। তালবদ্ধকরনের সময়ে প্রার্থীদের প্রতিনিধিগন ওয়ানটাইম লক ও বক্সগুলোর নম্বর তুলে নিয়েছেন। বক্সগুলো খোলার সময় প্রতিনিধিদের সামনেই এই নম্বর গুলো মিলিয়ে নিয়া হবে।’

এ সময় জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগন ও নির্বাচন অফিসের কর্মকর্তাগন, ফরিদপুরের ৪টি আসনের প্রার্থীদের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

কেমন গেল রিশাদের বিগ ব্যাশ মিশন?
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর