বিপিএল শেষেই বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা ছিল দলের। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে শেষ পর্যন্ত বাংলাদেশের খেলা হবে কিনা, সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। এরই মধ্যে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বিপিএল জয়ের পর রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, নিজের ও জাতীয় দলের মাঠের ক্রিকেটের ‘অনিশ্চয়তায়’ চিন্তিত তিনি।
গত এক বছর ধরেই জাতীয় দলের টি-২০ ফরম্যাটে দলে নেই শান্ত। আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডেও তার জায়গা হয়নি। মার্চের শেষে যখন পাকিস্তান যখন বাংলাদেশে খেলতে আসবে, সেই সিরিজেও দলে থাকার সম্ভাবনা ক্ষীণ।
তবে শান্তর দুশ্চিন্তা বেশি বিশ্বকাপ নিয়েই, ‘চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে চিন্তা একটু হচ্ছে। এখানে অস্বীকার করার কিছু নেই।’
ক্রিকেটের এই অনিশ্চয়তার সময়ে বোর্ডের কাছে শান্ত কাল রেখেছেন কিছু অনুরোধ, ‘আমার কাছে মনে হচ্ছে গত এক-দেড় বছরে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, বিশেষত বাইরে যে ধরনের পরিবেশ, এটা আমাদের আসলে (মাঠের) ক্রিকেটে অনেক ব্যাহত হচ্ছে।’
শান্ত আরও বলেন, ‘যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব গুরুত্বপূর্ণ। চালু বলতে (এখনো) খেলা চলছে, কিন্তু কীভাবে ক্রিকেটটা আরও সুন্দরভাবে চালানো যায় এটাই গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে অনুরোধ করব, এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি আসলে কী হবে, না হবে। আমার মনে হয় সবাই নিজেদের জায়গা থেকে ঠিকমতো দায়িত্ব পালন করবেন, যাতে ক্রিকেটটা সুন্দরভাবে মাঠে নিয়মিত হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, এটাই গুরুত্বপূর্ণ।’