গত আসরে দল পেয়েও শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলতে যাওয়া হয়নি তার। এবারও বিগ ব্যাশ ও বিপিএলে পড়েছিল একই সময়ে। তবে এবার বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। গতকাল নিজের বিগ ব্যাশ মিশন শেষ করলেন রিশাদ। কেমন গেল রিশাদের বিগ ব্যাশ যাত্রা?
হোবার্ট হারিকেনসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন রিশাদ। এই আসরে দলের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। দলের হয়ে ১২ ম্যাচে মাঠে নেমে রিশাদ নিয়েছেন ১৫ উইকেট। দলের তো বটেই, এই আসরে অন্য যেকোনো দলের স্পিনারদের চেয়ে তার উইকেটসংখ্যা ছিল বেশি। সব মিলিয়ে টুর্নামেন্টে ৪০ ওভার বল করেছেন, ইকোনমি মাত্র ৭.৮২।
রিশাদের শুরুটা ছিল বেশ নীরব। প্রথম ম্যাচে মেলবোর্ন থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি। পরের ম্যাচেই বদলে যায় চিত্র। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারে ২ উইকেট।
রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ১ উইকেট, রান মাত্র ২১। পার্থ স্করচারসের বিপক্ষে পার্থে ৩ উইকেট নিয়ে হয়ে ওঠেন আলোচিত স্পিনার। এরপর হোবার্টে রেনেগেডসের বিপক্ষে আবার ২ উইকেট। মাঝখানে দুই ম্যাচ উইকেটশূন্য গেছে, রানও খরচা হয়েছে। স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে আবার জ্বলে ওঠেন। হিটের বিপক্ষে পরের ম্যাচে ২ উইকেট।
এবারের বিগ ব্যাশে নিজের শেষ ম্যাচে সিডনির বিপক্ষে ৩৩ রানে রিশাদ নিয়েছেন ২ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিশাদের দলকে।