Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৬:০৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:৩২

খিলগাঁও থানা।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটি জব্দ ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত জাকির হোসেনের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেল পারৈই গ্রামে। তিনি জমির ব্যবসা করতেন এবং যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

নিহত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী বলেন, আজ সকালে বাবার এক ব্যাবসায়িক পার্টনার ফোন দিয়ে খিলগাঁও যেতে বলেন। বাবা খিলগাঁওয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে জানতে পারি বাবা বাসের ধাক্কায় মারা গেছেন।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় সাকুরা একটি যাত্রবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সাকুরা পরিবহণ জব্দ ও এর হেলপারকে আটক করা হয়। তবে ওই চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর