Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৬:১৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:৩২

বগুড়ায় জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বগুড়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে জীবনদানকারী বীর শহিদদের আকাঙ্ক্ষা ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, দূর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে আমিরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফের মানবিক বাংলাদেশ গড়তে সর্বস্তরের মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। জামায়াতের লোকেরা অতীতে কখনো চাঁদাবাজী করেনি। আমাদের পরিস্কার ঘোষণা হলো আমরা চাঁদাবাজি করবোনা, কাউকে করতেও দিবোনা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা দেশের যুবকদের বেকার অবস্থায় দেখতে চাই না। আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না। আমরা যুবকদের হাতকে কারিগরের হাতে পরিণত করতে চাই। সকল যুবক-যুবতীর হাতে কাজ তুলে দিতে চাই। জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর প্রাণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, শহিদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যুমনা সেতু নির্মাণ করা হবে।

আমিরে জামায়াত বলেন, নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে। পুরুষদের পাশাপাশি আমাদের মায়েরা যোগ্যতার সাথে দেশ গড়ার কাজে অংশগ্রহন করবেন। তারা নিশ্চিন্তে নিজের ইজ্জত নিয়ে চলাফেরা করবেন। রাসুল (সা:) এর জামানায় নারীরা যেমন নিরাপদে ছিলেন জামায়তে ইসলামী ক্ষমতায় এলে তেমনিভাবে মায়েদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। মায়েদের মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। কেউ মায়েদের ইজ্জত এবং সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে বরদাশত করা হবেনা।

বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

আরও বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দবিবুর রহমানর, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এড. হেলাল উদ্দিন, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাহিদ ফয়সাল, এনসিপির উত্তরাঞ্চলীয় সহ-মূখ্য সমন্বয়ক সাকিব মাহদী, এলডিপি বগুড়া জেলা সভাপতি এড. মোকলেছুর রহমানর, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হক, এবি পার্টির সদস্য সচিব এস এ জাহিদ সরকার, খেলাফত মজলিমের জেলা সভাপতি রাশেদুল হাসান, বিডিপির জেলা সভাপতি মাহফুজুল হক, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, জেলা পশ্চিম শিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় নেতা আব্দুল মতিরন, শহর সভাপতি আজগর আলী, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি রফিকুল আলম, এড. আল-আমিন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু প্রমূখ।

সভা শেষে তিনি বগুড়া জেলার ৭টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর