Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮

জুলাই শহিদদের কবর জিয়ারত করছেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

বগুড়া: বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন শহিদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে কবর জিয়ারত শেষে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকাল সোয়া ১০টায় শহরের সাতমাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ বগুড়ার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সকাল ১১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে জেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বেসরকারি দফতরের প্রতিনিধিগণ অংশ নেন। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর