ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আর বয়স থাকবে না নির্বাচন করার মতো।
তিনি বলেন, আপনারা সকলে মিলে সমর্থন দিলে আমি একটা সুযোগ পাব। আপনারা সেই সুযোগ আমাকে দেবেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলার মাটিগাড়া সোনাহার প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির এমন কোনো নেতা কর্মী নাই, যার বিরুদ্ধে মামলা হয়নি। আমরা বার বার বলেছিলাম আপনারা এই অত্যাচার নির্যাতন করবেন না, পালাবারও পথ খুঁজে পাবেন না।
তিনি বলেন, এখানে যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে বিপদে ফেলে রেখে পালিয়েছেন। তাদের তো বাড়িঘর সব এখানেই, ওনারা কোথায় পালাবেন। ওনারা এখন বিপদে পড়ে গেছেন, ভয় করছেন। কিন্তু হিন্দু ভাই-বোনদেরকে বলছি ভয়ের কোনো কারণ নেই। এ দেশটা আপনার, এই মাটিটা আপনার, এখানে আপনি নির্ভয়ে ভোট দেবেন। আপনাদের সব দায়িত্ব আমরা নিলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমসহ স্থানীয় নেতারা।