Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশকে বিশ্বকাপের গ্রুপ থেকে বাদ দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬ ১৭:০৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:১৯

গত কয়েক সপ্তাহের অনেক নাটকের পর টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অপেক্ষা ছিল আইসিসি কী করে সেটা দেখার। ক্রিকবাজ জানালো, শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের গ্রুপ থেকে বাদ দিয়েছেন তারা। সি গ্রুপে বাংলাদেশের পরিবর্তে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকেই।

ক্রিকবাজ জানায়, ২৪ জানুয়ারি, শনিবার সকালেই আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুযায়ী, এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলকেও পাঠানো হয়েছে।  ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নিরাপত্তা শঙ্কায় কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির বোর্ড সভায় ১৪-২ ভোটে হেরে যাওয়ার পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির’ (ডিআরসি) দ্বারস্থ হয়েছিল। কিন্তু ‘এখতিয়ার বহির্ভূত’ হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়। এরপর আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার পরই শনিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি ও বিসিবি দুই পক্ষের কেউই অবশ্য এখনো এই সংবাদের ব্যাপারে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর