Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিবিদ্ধ কেরানীগঞ্জ বিএনপি নেতা হাসান মোল্লার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৮:২৭

কেরানীগঞ্জ বিএনপি নেতা হাসান মোল্লা – ছবি : সংগৃহীত

ঢাকা: চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেলেন কেরানীগঞ্জ ঢালিকান্দি এলাকায় হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মারা যায়। হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার দিন ঢাকা মেডিকেলে অপারেশন শেষে আইসিইউর প্রয়োজন ছিল। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতো ভর্তি করা হয়। সেখানে শনিবার বিকালে মারা যান হাসান।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই দুবৃত্তের গুলিতে আহত হন।

বিজ্ঞাপন

হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওযাজ মাহফিলে যায়। সেখান নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌছামাত্র দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে। তবে কে বা করার গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর