Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ভিড়ের চাপে আহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৪:৫৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪১

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির সমাবেশে লাখো জনতার সমাগম। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশে মানুষের ভিড়ের মধ্যে চাপা পড়ে দুজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. রাকিব (২৫) নামে এক যুবকের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানিয়েছেন, পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত দুইজনকে দুপুর ১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ উপলক্ষে লাখো মানুষের সমাগম ঘটে। দুপুর দেড়টার দিকে সমাবেশ শেষ হয়।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর