Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বিএনপি’র ২ নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৯

মজিবুর রহমান ও মো. সাইদুর রহমান ফকির।

মুন্সীগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান ফকিরনামে এ দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকে দল থেকে সদস্যপদসহ তাদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই দুই নেতা দলের পদ বহন করে দল এবং দলের প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। বিশেষ করে জেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে কাজ করে আসছেন। দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এর আগে একই কারণে জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে বহিস্কার করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর