নাটোর: এলাকার উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী নির্মুল করার নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নাটোরের ৪টি আসনের বিএনপি, জামায়াত, জাপা সহ সকল প্রার্থী।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই তাদের নির্বাচনি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী, জাতীয় পার্টির প্রার্থী রকিব উদ্দিন কমলসহ অন্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার চালান। এছাড়াও অন্যান্য প্রার্থীরা তাদের নির্বাচনি আসনের বিভিন্ন স্থানে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।