ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে কেন্দ্র করে দেশজুড়ে মোটরসাইকেল তিন দিন এবং ট্রাক ও মাইক্রোবাসসহ নির্দিষ্ট কিছু যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখা থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
যান চলাচলে নিষেধাজ্ঞার সময়সূচি
মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা)।
ভারী ও হালকা যান: ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (মোট ২৪ ঘণ্টা)। এই তালিকায় রয়েছে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক।
যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে
জরুরি সেবা এবং বিশেষ অনুমতির আওতায় কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে:
জরুরি সেবা: ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও ফায়ার সার্ভিসের গাড়ি।
আইনশৃঙ্খলা ও গণমাধ্যম: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি।
ভ্রমণ: বিমানবন্দরগামী যাত্রী (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যানবাহন।
প্রার্থী ও এজেন্ট: প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি।
টেলিযোগাযোগ: বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি সেবার যানবাহন।
স্থানীয় প্রশাসনের ক্ষমতা
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়ক ও জেলা-মহানগরের সংযোগ সড়কগুলোতে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। তবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ বা বিদ্যমান নিয়ম শিথিল করার ক্ষমতা রাখবেন।
ভোট উপলক্ষ্যে মোটর সাইকেল ৩ দিন ও অন্যান্য যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ
২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৪