চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জামায়াতে ইসলামী ও বিএনপির দুই দলের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের’ একটি কার্যালয় ভাঙচুরেরও ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘাতে জড়িতরা চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর কর্মী-সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে শামসুজ্জামান হেলালীর পক্ষে গণসংযোগ শেষ করে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা দলবদ্ধভাবে ফিরছিলেন। আমবাগান এলাকায় রেললাইনের পাশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কার্যালয়ের সামনে পৌঁছার পর তারা স্লোগান দিতে শুরু করেন। এসময় ওই কার্যালয়ের ভেতরে বিএনপি কর্মীরা অবস্থান করছিলেন। তারা কার্যালয়ের বাইরে এসে পাল্টা স্লোগান দিতে শুরু করেন।
এ সময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং একপর্যায়ে পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় তাদের ৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে বিএনপি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সেখানে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছে।
জানতে চাইলে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অফিসের সামনে দুই দলের লোকজনের পালটাপালটি স্লোগান থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ টিম আগে থেকেই সেখানে ছিল। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে অভিযোগ পেয়েছি, অফিসটা ভাঙচুর হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতির সময় এটা হয়নি।’
এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে ওসি জানান।