ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন বিকেলের দিকে ভোটারদের সম্ভাব্য বাড়তি চাপ ও ভিড় সামলাতে মাঠপর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে এই নির্দেশনা পাঠানো হয়।
ওই নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন বিকেলের দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। শেষ মুহূর্তে ভোটাররা যাতে সুশৃঙ্খলভাবে এবং কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়াও বলা হয়েছে, ভোটারদের নির্বিঘ্ন চলাচল ও লাইনে সুশৃঙ্খল অবস্থান বজায় রাখা। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে।