বিশ্বকাপের বাকি আর মাত্র ৯ দিন। টুর্নামেন্টকে সামনে রেখে শ্রীলংকায় ক্যাম্প করছে যুক্তরাষ্ট্র। ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই বড় ধাক্কা খেলেন তারা। দুর্নীতির অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন দলের সবচেয়ে বড় তারকা অ্যারন জোন্স।
যুক্তরাষ্ট্রের ১৮ জনের প্রাথমিক দলে আছেন জোন্স, দলের সঙ্গে করছেন অনুশীলনও। ১৫ জনের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকতেন তিনি। তবে বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগেই নিষেধাজ্ঞার খড়গ নেমে এল তার উপর।
আইসিসির দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে জোন্সের বিরুদ্ধে। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে মূল অভিযোগ, বারবাডোজে ২০২৩-২৪ বিম-১০ টুর্নামেন্টের, যেটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আওতাধীন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত দুটি অভিযোগও আছে।
আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে যে, জোন্সের বিরুদ্ধে অভিযোগগুলি ‘একটি বৃহত্তর তদন্তের অংশ’, যেটির ফলে অংশগ্রহণকারী অন্যদের বিরুদ্ধে অভিযোগ জারি করা হতে পারে যথাসময়ে।
যুক্তরাষ্ট্রের হয়ে ৫২ ওয়ানডে ও ৪৮ টি-টোয়েন্টি খেলেছেন জোন্স। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্মরণীয় সাফল্যে তার ছিল বড় অবদান। কানাডার বিপক্ষে ১০ ছক্কায় ৪০ বলে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে করেছিলেন ২৬ বলে ৩৬।