নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ইস্যুতে বিশ্বকাপই বয়কট করেছেন তারা। এবার জানা গেল, বাংলাদেশের মতো ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ডও!
কিন্তু কী কারণে এমন আপত্তি তুলেছে ইংল্যান্ড? পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন বলছে, ভারতে ক্রমেই বাড়তে থাকা নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এমনটা ভাবছে ইংল্যান্ড।
জিএনএন বলছে, ‘ভারত নিপা ভাইরাসে আক্রান্ত। তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থা ভালো নয়। ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে।‘
যদিও জিএনএন জানিয়েছে, শেষ মুহূর্তে ভেন্যু বদল করে ইংল্যান্ডের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব, ‘ ‘টি-২০ বিশ্বকাপ ২০ দলের। ৫৫ ম্যাচের মাত্র ২০টি শ্রীলংকায়, বাকি সব ভারতে। কাজটা তাই কঠিন। আইসিসিকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে বলা হলো এখন ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। এখন হাতে তো আরও বেশি সময় নেই। এখন সব ম্যাচ শ্রীলংকায় নেওয়া খুব কঠিন।’
তবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট কিংবা ইংলিশ মিডিয়া এই ব্যাপারে এখনো মুখ খোলেনি। সি গ্রুপে ইংল্যান্ড তাদের সবগুলো ম্যাচই খেলবে ভারতে।
ভারতে এই মারাত্মক নিপা ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর এখন আর শুধু ভারতের ভেতরে সীমাবদ্ধ নয়। বিশ্ব মিডিয়াও ফলাও করে প্রচার করছে এর ভয়াবহতা, ভারতও জানিয়েছে সচেতনতার বার্তা। স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস থেকে শুরু করে পিপিই পরার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ভাইরাসের প্রাণ হারানোর হার ৪০-৭৫ শতাংশের মধ্যে, যা এটিকে করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি মারাত্মক করে তোলে।’