Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ, যান চলাচল স্বাভাবিক


৩০ জুলাই ২০১৮ ১৭:৩০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর বিচার দাবিতে পথে নামা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) সকাল থেকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এদিন বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ ধাওয়া দিলে শিক্ষার্থীরা শেওড়ার দিকে সরে যায়। এর পরপরই  সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন সারাবাংলাকে জানান, প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল চারটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সোমবার সকাল ১১টা থেকে বিমানবন্দর সড়ক (হোটেল রেডিসনের সামনে) অবরোধ করে রাখে নিহত শিক্ষার্থীদের সহপাঠী এবং ঢাকার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা। এতে আবদুল্লাহপুর থেকে আজিমপুর, সদরঘাট, মোহাম্মদপুর, গাবতলী রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অচল হয়ে পড়ে প্রায় পুরো ঢাকা।

এছাড়া ঢাকার বিভিন্ন সড়কে অবরোধ করে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৯ দফা দাবি জানিয়ে সাতদিনের আলটিমেটাম দেয়। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নৌ-পরিবহনমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও জানায় তারা।

সোমবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১টায় আন্দালনরত শিক্ষার্থীদের পক্ষে রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী শাহীন সিফাত সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম ঘোষণা করেন।

সারাবাংলা/জেএএম/এটি

ত্তাল বিমানবন্দর সড়ক: নৌমন্ত্রীর পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের জোর করে বাসে তুলে দিচ্ছে পুলিশ
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পিছিয়ে গেল পুলিশের জলকামান
উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত রাজপথ
শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা
অবরোধে অচল ঢাকা, নৌমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম
শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর