বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

July 30, 2018 | 2:54 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা বিমানবন্দরের শ্যাওড়া গেটে অবস্থান নেওয়ায় সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে। ছাত্রদের অবরোধের কারণে দুপুর ১টা ৩৫ মিনিট থেকে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৯ জুলাই) কুর্মিটোলা এলাকায় জাবালে নুর পরিবহনের চাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মারা যান। এর পরদিন ওই কলেজ ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থী সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ১টা ৩৫ মিনিটে শ্যাওড়া গেটে রেল লাইনের ওপর অবস্থান নেয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মাস্টার মোজাম্মেল হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

মৈত্রী ট্রেনের পরিদর্শক নজরুল ইসলাম জানান, নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কমলাপুর জিআরপি থানার ওসি ইয়াসির ফারুক জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের পর কোনো ট্রেন ঢাকায় ঢোকেনি। কমলাপুর থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি।

সারাবাংলা/ইউজে/একে

আরও পড়ুন

বিজ্ঞাপন

ত্তাল বিমানবন্দর সড়ক: নৌমন্ত্রীর পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের জোর করে বাসে তুলে দিচ্ছে পুলিশ
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পিছিয়ে গেল পুলিশের জলকামান
উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত রাজপথ
শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন