বিজ্ঞাপন

শ্রমজীবী মানুষেরা পেলেন বিশুদ্ধ পানি-স্যালাইন

April 23, 2024 | 6:33 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো : তাপদাহে পেটের তাগিদে রাস্তায় বের হওয়া শ্রমজীবী-মেহনতি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য নুরুল আজিম রনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।

জানতে চাইলে নুরুল আজিম রনি সারাবাংলাকে বলেন, ‘রিকশাচালক, ভ্যানচালক, ভাসমান হকার- এ ধরনের শ্রমজীবী-মেহনতি মানুষ যারা আছেন, চলমান তাপদাহে তাদের অনেক কষ্ট হচ্ছে। দেশে এখন হিট অ্যালার্ট চলছে। জনসাধারণকে রোদের মধ্যে বাইরে যেতে নিরূৎসাহিত করা হচ্ছে। কিন্তু জীবিকার তাগিদে এ মানুষগুলোর ঘরে বসে থাকার সুযোগ নেই। তাপদাহে মানুষগুলো যাতে একটু প্রশান্তি পান, সেজন্য আমরা বিশুদ্ধ পানি, স্যালাইন, লেবু পানি বিতরণ করেছি।’

শ্রমজীবী মানুষদের পাশাপাশি এসময় রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যদেরও খাবার পানি সরবরাহ করা হয়।

বিজ্ঞাপন

এসময় অন্যান্যের আবদুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, মো.আশিকুন্নবী, মিজানুর রহমান মিজান, শাহেদুল ইসলাম, তানবীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, মিজানুর রহমান রহিম, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামুল হক ইমু, মিনহাজু ইসলাম মিনহাজ, আরফাত হোসেন, মিনহাজ তালুকদার, তানভির হোসেন, আরশাদ মিশন, ওবায়দুল আলম শাকিল, সাজ্জাদুল ইসলাম সোহাগ, জয় চক্রবর্তী, মো. তারেক, মো. ইশরাক, মিজানুর রহমান ইমন, আব্দুল মতিন, চৌধুরি আলিফ, আতিক হাসান, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা সাফায়েত ফাহিম, জালাল উদ্দিন জুবায়ের, সাইমন উদ্দীন ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন