বিজ্ঞাপন

টি-২০ বিশ্বকাপ নিয়ে যে হুমকি দিল আইএস

May 6, 2024 | 10:28 am

স্পোর্টস ডেস্ক

বড় কোন টুর্নামেন্ট এলেই গত কয়েক বছর ধরে নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কায় থাকেন আয়োজকরা। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এরই মাঝে হুমকি পেয়েছে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছে জঙ্গি সংস্থা আইএসএস। তবে হুমকি থাকলেও অংশগ্রহণকারী দেশগুলোকে নির্ভার থেকেই বিশ্বকাপে খেলতে আসার আহ্বান জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভস ক্রিকবাজকে জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানভিত্তিক আইএস হুমকির বার্তা পাঠিয়েছে, ‘আমরা বিশ্বকাপকে ঘিরে হুমকির বার্তা পেয়েছি। আমরা সব আয়োজক শহর, ভেন্যু ও অন্য সবার সাথে এই ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সবকিছু। যেকোনো ধরনের নাশকতার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। আইএসের পাকিস্তান-আফগানিস্তান ভিত্তিক গ্রুপ ভিডিওবার্তা পাঠিয়েছে। তারা যেকোনো খেলাধুলার টুর্নামেন্টেই নাশকতার কথা জানিয়েছে।’

তবে নাশকতার হুমকি থাকলেও নির্ভয়ে সব দলকে ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসার আহ্বান জানিয়েছেন গ্রেভস, ‘আমরা সব দলকে আশ্বস্ত করতে চাই, আমরা সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখব। টি-২০ বিশ্বকাপই এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য। এই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে কোন ছাড় দেওয়া হবে না।’

আগামী ১ জুন থেকে শুরু হবে এবারের টি-২০ বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন