বিজ্ঞাপন

বাংলাদেশের এগিয়ে যাওয়া না জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর দিন?

May 5, 2024 | 8:57 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ কার্যত বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। প্রথম ম্যাচের সহজ জয়ে সেই প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে বাংলাদেশ। অভিষেক হওয়া তানজিদ তামিমের দারুণ এক হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছেন শান্তর। আজ একই ভেন্যুতে সন্ধ্যায় মুখোমুখি দুই দল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি জয়ে ২-০ তে এগিয়ে যেতে পারবেন তামিমরা? নাকি সেদিনের হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাবে জিম্বাবুয়ে?

বিজ্ঞাপন

পরিসংখ্যান 

এখন পর্যন্ত ২১টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশই। ২০ ম্যাচের ১৪টিতেই জয় বাংলাদেশের, ৭ ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। সব মিলিয়ে ৭টি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলেছে দুই দল। সেখানেও এগিয়ে শান্তরা। বাংলাদেশের জয় তিনটি সিরিজে, জিম্বাবুয়ের জয় একটিতে, বাকি তিনটি শেষ হয়েছে সমতায়।

সবশেষ ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তামিমের দৃঢ়তা বাড়তি আত্মবিশ্বাসী জোগাবে বাংলাদেশকে। অন্যদিকে ব্যাটারদের হতশ্রী দশা থেকে নিশ্চয়ই মুক্তি পেতে চাইবে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

পিচ ও কন্ডিশন

সিরিজের প্রথম ম্যাচের প্রথম ভাগে দাপট দেখিয়েছেন বোলাররাই। ঘাসে ভরা পিচে আজও বোলাররা সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে। টসে জিতে তাই বোলিং নেওয়ার সম্ভাবনাই বেশি দুই দলের অধিনায়কের। গতদিনের মতো আজও চট্টগ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রথম ম্যাচের দ্বিতীয়ভাগে বেশ কয়েকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। ম্যাচে তাই ডিএলএস পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

দলের খবর

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে দলে ফিরেই দারুণ বোলিং করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচসেরা হওয়া তাসকিন আহমেদও আলো ছড়িয়েছেন। সাথে দুই স্পিনার রিশাদ-মাহেদিও ভালো টার্ন পেয়েছেন। বাংলাদেশ দলের বোলিং লাইনআপে তাই কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাট হাতে লিটন ব্যর্থ হলেও আজও তামিমের সাথে ওপেনিংয়ে নামবেন তিনিই।

জিম্বাবুয়ে দলের ব্যাটিংয়ে দৈন্য দশা প্রকাশ পেয়েছিল প্রথম ম্যাচে। ৪১ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচটা কার্যত সেখানেই হেরে গেছেন তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামতে পারে জিম্বাবুয়ে।

সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ তে মুখোমুখি হবে দুই দল। টানা দুই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যাবে বাংলাদেশ নাকি জয় দিয়ে সমতা ফেরাবে জিম্বাবুয়ে, জানা যাবে আজই।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন