বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে নিজেকে আরও কার্যকরী করতে চান রিশাদ

May 6, 2024 | 9:33 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। এখনো স্কোয়াড ঘোষণা না করলেও স্পিনার রিশাদ হোসেনের বিশ্বকাপে যাওয়া অনেকটাই নিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা তাই তার জন্য আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ২ উইকেট নিয়ে উজ্জ্বল রিশাদ। ম্যাচ শেষে এই স্পিনার জানিয়েছেন, বিশ্বকাপের আগে নিজেকে আরও বেশি কার্যকরী করতে চান তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রিশাদ জানালেন, বাড়তি কিছু না করে নিজেকে আরও কার্যকরী করতে চান, ‘আপাতত সামনে যেহেতু বিশ্বকাপ তাই বাড়তি কিছু করতে চাচ্ছি না। আমার নিজের স্বাভাবিক বোলিংয়ে যা আছে সেটাতেই আরও কার্যকরী হতে চাই। নিজের বোলিংয়ে আমি খুশি। যেভাবে চাচ্ছি সেভাবেই হচ্ছে। আরও ভালো করার চেষ্টায় আছি। আমরা পর্যাপ্ত চিন্তা করি কীভাবে ভালো বোলিং করতে হবে।’

দুই ম্যাচেই টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রশ্ন উঠিয়েছেন অনেকেই। রিশাদ জানালেন, গরমের কারণেই আগে ব্যাটিং নেয়নি বাংলাদেশ, ‘ব্যাটিং বোলিং যাই নিক সেটা কোন সমস্যা নাই। আমাদের পরিকল্পনা থাকে গরমের কারণে আগে বোলিং করা। বিশ্বকাপেও অনেক গরম হবে। আমরা অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করছি। আগে ব্যাটিং করলে অনুশীলন হতো কিনা সেটা কোচ ও অধিনায়কের ব্যাপার। আমাদের যা কাজ সেটা করার চেষ্টা করি, ব্যাটিং বোলিং যা হোক না কেন।’

পরের ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চান রিশাদ, ‘সবসময় দল হিসেবে খেলতে চাই। জেতার জন্যই নামি। পরের ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই।’

বিজ্ঞাপন

আগামী ৭ মে চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন