রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
২১ আগস্ট ২০১৮ ১৯:০৭
ঈদের প্রধান জামায়াতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।
জাতীয় ঈদগাহে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদুৎ ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদগাহে একসঙ্গে প্রায় এক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। প্রায় ৫ হাজার মহিলা মুসল্লিদের নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। নামাজের আগে একসঙ্গে ১৫০ জন পুরুষ মুসল্লি এবং ৫০ জন মহিলা মুসল্লি একসঙ্গে অযু করতে পারবেন।
প্রথমবারের মতো এবার ঈদগাহ ময়দানের বাইরেও বোতলজাত পানির ব্যবস্থা করা হচ্ছে।
ডিএসসিসির সৌজন্যে রাস্তায় নামাজ আদায়কারীদের পানির চাহিদা মেটানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিগত কয়েক বছরের মতো এবারও বজ্রপাত প্রতিরোধক যন্ত্র বসানো হবে।
একইসঙ্গে জরুরী টেলিফোন বুথ ও পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের নামাজ আদায় করতে এসে কোন মুসল্লি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হবে জাতীয় ঈদগাহে।
সারাবাংলা/একে