বাণিজ্যিক উইং খুলছে মার্কিন দূতাবাস
৩০ আগস্ট ২০১৮ ১৬:১০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকাস্থ মার্কিন দূতাবাস প্রথমবারের মতো বাণিজ্যিক উইং খুলতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জেমস গোলসেনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সবচেয়ে বেশি পণ্য রফতানি করি যুক্তরাষ্ট্রে।’
তিনি বলেন, ‘আমি বলেছি আমরা জিএসপি সুবিধা চাই না। এর জন্য আমরা কোনো আবেদন করব না। জিএসপি সুবিধা ছাড়াই আমাদের রফতানি বেড়ে চলেছে। ১৯৯৬ সালে ডাব্লিউটিও মিনিস্ট্রিয়াল বৈঠক হয়েছিল সিঙ্গাপুরে। ওই সময় আমি বাণিজ্যমন্ত্রী হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর লিডার ছিলাম। তখন আমরা প্রস্তাব করেছিলাম, কোটা ফ্রি ডিউটি ফ্রি মাকের্ট একসেসের জন্য। তখন এই প্রস্তাব গৃহীত হয়েছিল। পৃথিবীর অনেক দেশ দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেয়নি। তারপরেও আমাদের বাণিজ্যিক সর্ম্পক থেমে থাকেনি।’
তোফায়েল বলেন, ‘যুক্তরাষ্ট্রের দুতাবাসে কর্মাশিয়াল উইং চালু হচ্ছে। এটা নিয়ে তারা আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। ১৯৭২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক। বাণিজ্যিক উইং হলে আমাদের ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো হবে।’
সারাবাংলা/এইচএ/একে