যুবলীগ কর্মী হত্যায় আ’লীগ নেতা কারাগারে
১০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে যুবলীগ কর্মী মহিউদ্দিন মহি হত্যা মামলায় প্রায় ছয় মাস আত্মগোপনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল আলী।
সোমবার (১০ সেপ্টেম্বর) হাজী ইকবাল চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে আত্মসমর্পণ করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সারাবাংলাকে বলেন, হাজী ইকবাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
তিনি জানান, হত্যা মামলায় দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আদালত হাজী ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
গত ২৬ মার্চ নগরীর বন্দর থানার হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণঃমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভায় মহিউদ্দিনের ওপর হাজী ইকবালের নেতৃত্বে তার ছেলে, ভাইসহ আরও কয়েকজন মিলে হামলা চালায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার হাসপাতালে মারা যান মহিউদ্দিন।
নিহত মহিউদ্দিনের মা নূর নেছার বেগম বাদি হয়ে হাজী ইকবাল, তার ভাই মুরাদসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন।
গত ২২ জুলাই হাজী ইকবালসসহ২০ জনকে অাসাসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে হাজী ইকবালকে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
তবে এরপরও তিনি আওয়ামী লীগ নেতা পরিচয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
সারাবাংলা/আরডি/একে