Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাদশাহ, আমরা আপনাকে রক্ষা করছি’


৩ অক্টোবর ২০১৮ ১২:২৫ | আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ২০:৪৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর সমর্থন না থাকলে সৌদি বাদশাহ সালমান দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারতেন না মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এই বক্তব্যকে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্র্ভূত বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২ অক্টোবর) মিসিসিপির সাউথহেভেনে আয়োজিত এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন, তারা ধনী এবং আমি বাদশাহবে ভালোবাসি, বাদশাহ সালমান। কিন্তু আমি তাকে বলি, বাদশাহ, আমরা আপনাকে রক্ষা করছি। আমাদের সাহায্য ছাড়া আপনি ওখানে (ক্ষমতায়) দুই সপ্তাহও টিকতে পারতেন না।’

তবে কোথায় বসে সৌদি বাদশাহকে এই কথা বলেছিলেন সে বিষয়টি উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

অবশ্য এতোসব কঠিন কঠিন বাক্য বিনিময়ের পরেও সৌদি আরব আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই কাছের। আর সেটা দুই দেশের একযোগে ইরানের বিরুদ্ধাচারণ করার দেখেই বোঝা যায়। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সফরে সৌদি আরবেই গিয়েছিলেন ট্রাম্প।

গত শনিবারও বাদশাহ ফয়সালের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তেলের বাজারে স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতিনির উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সারাবাংলা/এসএমএন

ডোনাল্ড ট্রাম্প বাদশাহ সালমান যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ক