পদোন্নতি পেয়ে ১৫৬ কর্মকর্তা হলেন উপসচিব
২৫ অক্টোবর ২০১৮ ১২:১৩
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা : নির্বাচনের আগমুহূর্তে প্রশাসনে বেশ বড় আকারের পদোন্নতি দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ১১ দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির প্রজ্ঞাপন জারি করল।
বুধবার (২৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। পদোন্নতি সংক্রান্ত আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই দফায় পদোন্নতি পেয়ে উপসচিব হচ্ছেন মোট ১৫৬ জন সরকারি কর্মকর্তা।
এদের মধ্যে ১৪৯ জন দেশের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত। বাকি সাতজন বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনে বাংলাদেশের কূটনীতিক হিসেবে কাজ করছেন।
রাষ্ট্রপতির আদেশে পদোন্নতির দুটি প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান।
সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে প্রশাসনে উপসচিব পদে নিয়মিত পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা রয়েছেন। এর মধ্যেই কয়েকদফায় নতনু করে পদোন্নতি দেওয়া হলো।
http://www.mopa.gov.bd/uploads/2018/govtorder/dep_sec/sa1-2018-669.PDF
http://www.mopa.gov.bd/uploads/2018/govtorder/dep_sec/sa1-2018-670.PDF
সারাবাংলা/এসএমএন