অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৪ বাংলাদেশী আটক
১২ নভেম্বর ২০১৮ ১৫:৪০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
যশোর: অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ ২৪ বাংলাদেশী নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১২ নভেম্বর) সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন তথ্য ছিল, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী পুরুষ ভারতে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে পুটখালী বিজিবি’র একটি টহলদল সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ শিশুকে আটক করে।
আটককৃতরা চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ইমরান উল্লাহ সরকার।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (ওসি/তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি শিশুসহ ২৪ জনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ আরএ