Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিনের মধ্যেই খাশোগি হত্যার চূড়ান্ত প্রতিবেদন: ট্রাম্প


১৮ নভেম্বর ২০১৮ ১৫:০৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৫:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

খুব শীঘ্রই সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিবেদনটিতে তাও জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার।

শনিবার ক্যালিফোর্নিয়ার মালিবুতে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুই দিনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পাবো। দিনটি খুব সম্ভবত সোমবার নয়তো মঙ্গলবার।

এর আগে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) বরাতে মার্কিন গণমাধ্যমগুলো জানায়, জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তবে সৌদি আরব এই অভিযোগের বিষয়ে অস্বীকৃতি জানিয়ে বলে, খাশোগির মৃত্যুর সঙ্গে যুবরাজ জড়িত নন। শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়।

হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন সৌদি রাজপরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চাইছে।

আরও পড়ুন: খাশোগি হত্যার নির্দেশ দিয়েছিল যুবরাজ সালমান: সিআইএ

জামাল খাশগোগি, নিখোঁজ সাংবাদিক, সৌদি আরব, তুরস্ক, খাশোগি ‘হত্যাকাণ্ড’

গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে ব্যক্তিগত কাজের জন্য প্রবেশের পর নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। সৌদি আরব প্রথমে এ বিষয়ে অবগত নয় বলে জানালেও পরবর্তীতে স্বীকার করে নেয়, দুর্ঘটনাবশত খাশোগি নিহত হয়েছেন। তুর্কি কর্মকর্তারা জানান, ১৫ সদস্যের একটি দল পরিকল্পিতভাবে খাশোগিকে হত্যা করে। এরপর খুব সম্ভবত এসিড দিয়ে গলিয়ে দেওয়া হয় খাশোগির মৃতদেহের সকল চিহ্ন।

বিজ্ঞাপন

বুধবার সৌদি আরবের ডেপুটি পাবলিক প্রসিকিউটর শালান বিন রাজিহ শালান জানিয়েছেন, খাশোগি হত্যায় ১১ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড দাবি করা হয়। এছাড়া আরও ১০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।

জামাল খাশোগি সৌদি রাজতন্ত্র ও যুবরাজ সালমানের কঠোর সমালোচক ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সৌদি যুবরাজের প্রতিহিংসার শিকার হয়েছেন ও যুবরাজের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

সারাবাংলা/এনএইচ

জামাল খাশোগি ডোনাল্ড ট্রাম্প সিআইএ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর