মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু
২৯ নভেম্বর ২০১৮ ১২:০৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নেত্রকোনার আসক আলী (৯০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি।
আসক আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গত ২৬ নভেম্বর অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে আসক আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছিলো।
২০১৬ সালের ১২ এপ্রিল দুর্গাপুর থেকে আসক আলীসহ তিনজনকে গ্রেফতার করে নেত্রকোনার ডিবি পুলিশ। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল। এই তিনজনের বিরুদ্ধে ১৯৭১ সালে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে।
সারাবাংলা/এসআর/এসএমএন