Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবলীগই নেবে মাওলানা সাদের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী


১১ জানুয়ারি ২০১৮ ১৩:১৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  মাওলানা সাদ ইজ‌তেমায় অংশ নেবেন কি না তা তাবলী‌গ জামাতের মুর‌ব্বিরা সিদ্ধান্ত নে‌বেন; সরকার শুধু দেখ‌বে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি ঠিক আছে কিনা- জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্প‌তিবার দুপু‌রে রাজধানীর মহাখা‌লী পাব‌লিক হেলথ ইন্স‌টি‌টিউট রো‌ডে আইপিএইচ স্কুল অ্যান্ড ক‌লে‌জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ সব কথা ব‌লেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, মাওলানা সাদ বিশ্ব ইজ‌তেমায় যা‌বেন কি যা‌বেন না, সে ব্যাপা‌রে সিদ্ধান্ত নে‌বেন ইজ‌তেমার শীর্ষস্থানীয় নেতারা ও তাবলী‌গ জামায়া‌তের মুর‌ব্বিরা। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা বিশ্ব ইজ‌তেমায় মুস‌ল্লি‌দের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দা‌য়িত্ব পালন কর‌বে। আমরা লক্ষ্য রাখ‌ছি যা‌তে বিশ্ব ইজ‌তেমায় কোনো ধর‌নের বিশৃঙ্খল প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি না হয়।

আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে, দেশ-বি‌দে‌শের মুস‌ল্লি‌দের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা দা‌য়িত্ব পালন কর‌ছেন ব‌লেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/এসআর/এমএ

ইজতেমা তাবলীগ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর