Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


২৭ ডিসেম্বর ২০১৮ ১১:১৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকার নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সামানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত ‘কর্মরত সাধারণ সাংবাদিক’দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।

 

মানববন্ধনে কর্মরত সাংবাদিকদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হব। এছাড়া নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনকে নির্দেশনা প্রদান করতে হবে, যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কভার করতে পারে।’

মানববন্ধনে বিভিন্ন দৈনিক পত্রিকা, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও বিদেশি সাংবাদিকরা উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

সারাবাংলা/ইউজে/এসএমএন

সাংবাদিকদের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর