Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই ভোট দেওয়া হয়ে গেছে: ড. কামাল


৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১১:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভোটের আগের দিন রাতেই বিভিন্ন এলাকায় ভোট দেওয়া হয়ে গেছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে রাতেই ভোট দেওয়া হয়ে গেছে। সরকার ভোটাধিকার হরণ করে শহীদদের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেছে।’

‘মিনিটে মিনিটে খবর পাচ্ছি বাইরের কেন্দ্রগুলো নির্বাচনি কোনো এজেন্ট নেই। এটি দুঃখজনক ও লজ্জাজনক। আমরা বলেছি সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক ও নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি জানাতে।’

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘দেশের মালিক জনগণ। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ মালিকানা ফিরে পাবেন। লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আশা করি জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

নিজ কেন্দ্র ভিকারুননিসা সম্পর্কে ড. কামাল বলেন, ‘এখানকার পরিবেশ অনেক ভালো। আমার থেকে বয়স্ক অনেকে ভোট দিতে এসেছেন। শীতের সকালে ভোট দিতে এসে ভালোই লাগছে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল

বিজ্ঞাপন

৪ জেলার বইছে মৃদু তাপপ্রবাহ
৯ এপ্রিল ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর