সাতক্ষীরায় নৌকা-ধানের শীষ সমর্থকদের সংঘর্ষে আহত ৪
৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:২৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর) আসনের ধলবাড়িয়া কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতা ও আবুল হোসেনসহ চার জন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দুই গ্রুপের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতাসহ কমপক্ষে চারজন আহত হন। এদের মধ্যে তকদির হোসেন তোতা ও আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলেও জানান ওসি।
এদিকে, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী ডা. শহিদুল আলম অভিযোগ করে বলেন, তার আসনের সকল কেন্দ্র থেকে সকাল ১০ টার মধ্যে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলার চম্পাফুল এলাকা থেকে তার দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সারাবাংলা/এসএমএন