Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইরোবিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার ৯


১৭ জানুয়ারি ২০১৯ ১৮:২৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কেনিয়ার নাইরোবির ‘দুসিত কমপ্লেক্স’ জিম্মি ও হত্যার ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি হোটেলটিতে অবস্থানরতদের জিম্মি করে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দল আল-শাবাব। হত্যা করা হয় অন্তত ২১ বেসামরিক নাগরিককে। ১৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালানো ৫ সশস্ত্র জঙ্গিকে হত্যা করে। হোটেলটি থেকে সরিয়ে নেওয়া হয় ৭০০’র বেশি বেসামরিক নাগরিককে।

কর্তৃপক্ষ জানায়, এই সংঘবদ্ধ হামলায় যারা যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে হামলা চালাতে যে গাড়ি ব্যবহৃত হয়েছিল, গাড়িটির মালিককে খুঁজে বের করা হয়েছে।

আল-শাবাব এক বিবৃতিতে জানায়, জেরুজালেমকে ইসরায়েল রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির জবাবে এই হামলা চালানো হয়েছে।

হোয়াইট হাউজ বলেছে, এই দায়িত্বজ্ঞানহীন হামলা প্রমাণ করে কেন ইসলাম চরমপন্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যাচ্ছে!

সারাবাংলা/এনএইচ

কেনিয়া সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর