৫ জনের পেটভর্তি ইয়াবা, ধরা পড়ে এক্সরে’তে
২৯ জানুয়ারি ২০১৯ ১৩:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা : পেটের ভেতর ইয়াবা বহন করার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়েছেন পাঁচ ইয়াবা বিক্রেতা।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে কুমিল্লার সদর সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পরে নগরীর শাকতলা এলাকার মডার্ন হাসপাতালে এক্সরের মাধ্যমে নিশ্চিত হয়ে তাদের পেট থেকে ইয়াবা বের করা হয়। এরা দীর্ঘদিন ধরে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ বিল্লাল জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই পেটের ভেতর করে ইয়াবা পাচার করছিল। গত প্রায় সাতদিন ধরে এদের গতিবিধি নজরে রাখা হচ্ছিলো। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে নগরীর পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন র্যাব সমস্যরা। এসময় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নেমে পাঁচজন কুমিল্লা শহরের উদ্দেশে রওয়ানা দেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করেন র্যাব সমস্যরা। পরে মডার্ন হাসপাতালে নিয়ে এক্সরের মাধ্যমে পেটের ভেতর ইয়াবার সন্ধান পাওয়া যায়।
গ্রেফতার পাঁচজন হলেন বরিশালের গৌরনদী থানার নাধই গ্রামের রাসেল সিকদার সুমন (৩১), একই থানার ঘেরাকুল গ্রামের রেজাউল সর্দার (২৫), জামালপুর জেলার সরিষাবাড়ি থানার চর গোলাবাড়ী গ্রামের সাদ্দাম হোসেন (২৫), লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরমার্টিন এলাকার রিয়াজ হোসেন (২৯) এবং নাটোর জেলা সদরের ডাঙ্গাপাড়া গ্রামের রাশেদুল ইসলাম (২৫)।
সারাবাংলা/এসএমএন