বেতন ভাতা চেয়ে রাস্তায় বিকল্পধারা মহাসচিবের কারখানার শ্রমিকরা
২৯ জানুয়ারি ২০১৯ ১৮:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: নয় মাস আগে বন্ধ হয়ে যাওয়া সিইপিজেডের একটি পোশাক কারাখানার বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ শ্রমিক। পেনিনসুলা ফ্যাশন লিমিটেড নামে ওই পোশাক কারখানার মালিক বিকল্প ধারার মহাসচিব ও সানম্যান গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মো. আব্দুল মান্নান।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এসময় প্রেসক্লাবের সামনে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তবে ১৫ থেকে ২০ মিনিট পর পুলিশ এসে তাদের ফুটপাতে তুলে দেয়।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এস আই) বিকাশ কান্তি শীল সারাবাংলাকে বলেন, ‘মান্নান সাহেবের কারখানাটি নয় মাস আগে বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা কয়েকবার বকেয়া বেতন-ভাতার জন্য কারখানায় গিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বারবার গড়িমসি করছে। এজন্য বিক্ষুব্ধ শ্রমিকরা প্রেসক্লাবের সামনে এসে রাস্তায় বসে পড়ে। পরে আমরা তাদের সরিয়ে দিলে তারা ফুটপাতে অবস্থান নেন।’
পেনিনসুলা কারখানার সাবেক শ্রমিক মো. স্বপন সারাবাংলাকে বলেন, গত রমজান মাসে আমাদের বেতন-বোনাস না দিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। আমাদের পরে কারখানায় গিয়ে বেতন-ভাতা নিয়ে যেতে বলা হয়। এরপর থেকে আমরা কয়েকদফা কারখানায় গেলেও বেতন-ভাতা দেওয়া হয়নি। বরং আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
সাবেক শ্রমিক মো. মামুন শেখ সারাবাংলাকে বলেন, রমজানের সময় শুধু আমাদের বেসিক বেতন দেওয়া হয়েছিল। এরপর আমরা প্রতিমাসে কারখানায় আসি, কিন্তু আমাদের একবার শুধু একমাসের বেতন দেওয়া হয়েছিল। আমি তিন মাস ১৩ দিনের বেতন-ভাতা পাব।
‘আমার বাড়ি বরিশাল। সেখান থেকে আসতে-যেতে দুই হাজার টাকা খরচ হয়। আজকেও (মঙ্গলবার) এসেছিলাম। কিন্তু দুর্ব্যবহার করে আমাদের বের করে দেওয়া হয়। তিনমাস আগে একবার আমাদের মারধরও করা হয়েছিল।’ বলেন মামুন শেখ
নারী শ্রমিক রুনা সারাবাংলাকে বলেন, ‘এতবার আশ্বাস দেওয়ার পরও আজ (মঙ্গলবার) যখন বেতন পাইনি, তখন আমরা প্রেসক্লাবের সামনে এসেছি। আমাদের চাকরিও নেই। বকেয়া বেতন-ভাতাও পাচ্ছি না। আমাদের দিনগুলো কীভাবে চলছে?’
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি।
বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী থেকে সদস্য নির্বাচিত হয়েছেন।
সারাবাংলা/আরডি/এমআই