খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় জেএসএসকর্মীর মৃত্যু
৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
খাগড়াছড়ি: জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজারের সুকতারা বোর্ডিং-এর সামনে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার-এর কর্মী রনি ত্রিপুরা (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটে। খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন এই তথ্য স্বীকার করে বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
মৃত রনি ত্রিপুরা পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার মৃত মনিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রনি ত্রিপুরাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় রনিকে পানছড়ি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনাতে জেএসএস সংস্কার দলের পক্ষ থেকে ইউপিডিএফ প্রসিত গ্রুপকে অভিযুক্ত করা হয়েছে। তবে জেলা ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা মুখপাত্র নিরন চাকমা এই ঘটনাতে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সারাবাংলা/এসবি