Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা: এয়ারভিজুয়্যাল


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

তাৎক্ষণিক বায়ু পরিস্থিতির আপডেট জানার জনপ্রিয় ওয়েবসাইট এয়ারভিজুয়্যাল.কম। তাদের সর্বশেষ হালনাগাদে বলা হয়েছে, বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে শীর্ষে।

ওয়েবসাইটে ৩২১ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা ঢাকার বায়ু পরিস্থিতিকে উল্লেখ করা হয়েছে ‘বিপর্যয়কর’ হিসেবে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ১৮৭ পয়েন্ট নিয়ে। এরপরই, প্রিস্টিনা, বেইজিং, কারাকো, কাঠমুন্ডুর অবস্থান।

ঢাকায় বায়ু দূষণের ইতিহাস বেশ পুরনো। তবে অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে তা বর্তমানে সবচেয়ে মারাত্মক রূপ লাভ করেছে। এরই প্রমাণ মেলে এয়ারভিজুয়্যালের রিপোর্টে।

বাতাসে ধূলিকণা, গাড়ির ধোঁয়া, দূষিত সালফার, কার্বন মনো-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও নির্মাণ কাজে হওয়া দূষণসহ বিভিন্ন কারণে ঢাকা এত বেশি বায়ু দূষণের শিকার হচ্ছে।

সারাবাংলা/এনএইচ

ঢাকা বায়ু দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর