চতুর্থ ধাপে ১২২ উপজেলায় নির্বাচন ৩১ মার্চ
২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৮
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ৩১ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারণ করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ভোট হবে পাঁচ বিভাগের ১৬ জেলার ১২২টি উপজেলায়। এর মধ্যে ১৬ সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, এই ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ। এরপর ৬ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাইছাইয়ের পর প্রার্থীরা ৭ থেকে ৯ মার্চের মধ্যে আপিল দাখিল করতে পারবেন, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ মার্চ। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। ১৪ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
তফসিল ঘোষণার সময় ইসি সচিব বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপে অনুষ্ঠেয় সদর উপজেলাগুলোর নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে। এর মধ্যে চতুর্থ ধাপে ১৬টি সদর উপজেলায় ভোট হবে।
সারাবাংলা/জিএস/জেএএম
উপজেলা নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন