Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্মগেটে চলন্ত প্রাইভেট কারে আগুন


৩ মার্চ ২০১৯ ১৯:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ফার্মগেটে পুলিশ বক্সের পাশে একটি প্রাইভেট কারে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ধারণা করছে, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) ফিল্টার থেকে আগুন লেগেছে।

রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসি আরিফ হোসেন বলেন, ফার্মগেট পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ করে চলন্ত অবস্থায় একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ গাড়িটি রেকার করে থানায় নিয়ে এসেছে।

গাড়িটির এসির ফিল্টার থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন তিনি।

সারাবাংলা/এসএইচ/টিআর

প্রাইভেট কারে আগুন ফার্মগেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর