আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত
২২ মার্চ ২০১৯ ১৭:৩২
অভিযান চালাতে গিয়ে আফগানিস্তানে দুই মার্কিন সৈন্যের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শুক্রবার (২২ মার্চ) তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনার মধ্যেই চলতি বছর এ নিয়ে মোট চারজন মার্কিন সৈন্যের হতাহতের ঘটনা ঘটলো আফগানিস্তানে। সেখানের পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে এখনো ভয়ংকর বলেই উল্লেখ করা যায়। ১৭ বছরের যুদ্ধে গত বছরই সবচেয়ে বেশি প্রায় ৩ হাজার ৮ শ নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত ১৯ মার্চ রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে অন্তত ৬ বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সে হামলার দায়িত্ব স্বীকার করে নেয়।
আফগানিস্তানের সরকারকে নিরাপত্তা সহায়তা দিতে বর্তমান ১৪ হাজার মার্কিন সেনা দেশটিতে মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, অর্ধেকের বেশি সেনা সদস্য তিনি প্রত্যাহার করে নিবেন।
সারাবাংলা/এনএইচ