নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত, একমাসের আলটিমেটাম
২৪ মার্চ ২০১৯ ১৭:৫৩
ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন। তবে শিক্ষামন্ত্রী নতুন অর্থবছর থেকে যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলেও শিক্ষকরা সরকারকে সময় দিয়েছেন একমাস। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে দেখা করে দাবি-দাওয়া না শুনলে তারা ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে এ কথা জানান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার ও মহাসচিব বিনয় ভূষণ মজুমদার।
আরও পড়ুন- নতুন অর্থবছরে এমপিও, আশ্বাস শিক্ষামন্ত্রীর
এসময় গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা শিক্ষামন্ত্রী আশ্বাসে একমাসের জন্য আন্দোলনে বিরতি দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আমাদের দাবি পূরণ হয়, প্রধানমন্ত্রী যদি আমাদের সঙ্গে দেখা করে আমাদের কথা শুনেন, তাহলে আমরা আর আন্দোলনে আসব না। আর তা না হলে একমাস পর আমরা আবার এসে রাজপথ দখল করব। সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলবে।
গোলাম মাহমুদুন্নবী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যার ওপর আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, অসহায় গরীব শিক্ষকদের তিনি বঞ্চিত করবেন না, আমাদের সমস্যাগুলো অনুধাবন করতে পারবেন। তিনি নিশ্চয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবেন।
এর আগে, এমপিওভুক্তির দাবিতে রোববার সকালে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন নন-এমপিও শিক্ষকরা। তবে বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসে দেখা করেন তাদের সঙ্গে, আশ্বাস দেন দাবি মেনে নেওয়ার।
দীপু মনি বলেন, ‘আমাদের সরকার শিক্ষাবান্ধব সরকার। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন, ঘরে ফিরে যান। আগামী অর্থবছরের শুরুতে যোগ্যতার ভিত্তিতে এমপিওকরণ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘আমি শিক্ষক পরিবারের সন্তান। আমার মা ৪০ বছর ধরে শিক্ষকতা করেছেন। আপনাদের দুঃখ-কষ্ট আমি বুঝি। সুতরাং আমার ওপর আস্থা রাখুন।’
শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর অবশ্য তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনের মহাসচিব বিনয় ভূষণ মজুমদার বলেন, এর আগেও আমরা অনেক আশ্বাস পেয়েছি। এসব বক্তব্যে আশ্বস্ত হতে পারছি না। শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ফেডারেশনের নেতারা।
সারাবাংলা/টিএস/টিআর