Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ২২


৮ এপ্রিল ২০১৯ ১৫:৩৬

নোয়াখালী সদরে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধ, কলেজ ছাত্র ও পথচারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে গুরুতর অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী অনেক চেষ্টার পর কুকুরটিকে মেরে ফেলে। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজদী নুতন বাস স্ট্যান্ড এলাকায় একটি পাগলা কুকুর যাকে-তাকে কামড়াতে থাকে। এ সময় স্থানীয় নির্মল দাস(২৫), মাইজদী আল আমিন মাদ্রাসার ছাত্র জাহিদ (১৮), নুরুজ্জামান (১৪), কলেজ ছাত্র সাইফুর ইসলাম (১৮), পলাশ(১৪), আব্দুল মান্নান(৭০) ও অন্যান্যসহ অন্তত ২২ জন আহত হন।

বিজ্ঞাপন

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আরএমও ডা. সৈয়দ মহি উদ্দিন আ. আজিম বলেন, কুকুরটি জলতাঙ্কে আক্রান্ত হতে পারে। তাই রোগীদের ভ্যাকসিন দেয়া হয়েছে।

সারাবাংলা/এনএইচ

কুকুরের কামড় নোয়াখালী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর