পুলিশ বাহিনীকে ৫টি পিকআপ ভ্যান দিল বিজিএমইএ
১৯ এপ্রিল ২০১৯ ২১:৩১
বাংলাদেশ পুলিশের আওতাধীন আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ বাহিনীকে আরও গতিশীল করতে ৫টি পিকআপ ভ্যান উপহার দিয়েছে পোশাক-শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারস এন্ড এক্সপোর্ট এসোসিয়েশন (বিজিএমইএ)।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় নবনির্মিত বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে এসব পিকআপ ভ্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে তুলে দেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।
এসময় পিকআপ ভ্যানগুলোর চাবি বুঝে নিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিএমইএর এমন উদ্যোগে আমরা অভিভূত। আমাদের পুলিশ বাহিনীর কাজ এখন আরও গতিশীল হবে।
আরও পড়ুন: ‘নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণ হলে শাস্তি’
তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করায় তারা পুলিশের প্রতি সন্তুষ্ট হয়ে এমন উদ্যোগ নিয়েছে। এর আগেও তারা এমন ভাবে আরও ২০টি গাড়ি দিয়েছিল। আশা করছি ভবিষ্যতেও বিজিএমইএ এমন সহযোগিতা নিয়ে আমাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ বাহিনী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় আমাদের সহায়তা করে। তাই পুলিশের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল মালিকদের একটা নিবিড় সম্পর্ক রাখার জন্য আমরা চেষ্টা করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুস সালাম, উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার নাবিদ শৈবালসহ বিজিএমইএর বিভিন্ন-স্তরের কর্মকর্তারা।
সারাবাংলা/এসএইচ/এনএইচ