সংসদের আশপাশেও হাঁটবেন না, নির্বাচিতদের উদ্দেশে গয়েশ্বর
২১ এপ্রিল ২০১৯ ১৫:১১
ঢাকা: শপথ নিয়ে সংসদে যাওয়া তো দূরের কথা, বিএনপির নির্বাচিত প্রার্থীরা যেন সংসদের আশপাশেও না হাঁটেন, সে ব্যাপারে তাদেরকে সাবধান করে দিয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ সাবধানবাণী উচ্চারণ করেন। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়নি। খালেদা জিয়ার আদর্শের কর্মী যারা জয়লাভ করেছেন, আমি বিশ্বাস করি তারা সংসদে যাওয়া তো দূরের কথা, সংসদের আশপাশেও কেউ হাঁটবে না। কারণ, সংসদের আশপাশ দিয়ে হাঁটলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না, দলীয় নেতাকর্মী কথা বাদই দিলাম।
বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে কেউ জয়লাভ করে নাই। সুতরাং কেউ পরাজিতও হয় নাই। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ। কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। সুতরাং আমরা পরাজিতও হইনি । সংসদে যারা গেছে, তারা নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের মাধ্যমে ভোট চুরি করে গেছে। এই চুরি করা ভোটের ফলাফল জনগণ মানতে পারে না ‘
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘সেই কারণেই বলছি, নেত্রী জেলে থাকবে আর আমরা সংসদে গিয়ে মজা নেব, শেখ হাসিনা সন্তুষ্ট করব— এমন ব্যক্তি বিএনপিতে আছে বলে আমি বিশ্বাস করি না। যদি থাকে, যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে।’
গণতান্ত্রিক শক্তিগুলো একত্রিত হয়ে বর্তমান সরকারকে হটানো সম্ভব মন্তব্য করে তিনি বলেন, ‘আজকের আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন না, বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির জন্য আন্দোলন। সরকারকে না হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় এবং আমাদের নেত্রীকেও মুক্ত করাও সম্ভব নয়।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি আপস করতে জানেন না। নেত্রী জেলে থাকবে আর আমরা বাইরে থাকব, জেলে যাওয়ার ভয়ে আন্দোলন করব না— আমাদের এই সিদ্ধান্ত পরিহার করতে হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু, মৎসজীবী দলের যুগ্ম-আহ্বায়ক সেলিম মিয়াসহ অন্যরা।
সারাবাংলা/এজেড/টিআর