Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু


৮ মে ২০১৯ ১৯:২৪ | আপডেট: ৮ মে ২০১৯ ২৩:৪০

বান্দরবান: বান্দরবানের লামায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ডুলহাজারা-সাপেরগারা সড়কে এই দুর্ঘটনা ঘটে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলির আগা কুরুককপাতা গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫০), একই এলাকার পেটান মিয়ার ছেলে আবু তালেব (৩২) ও আব্দুল রশিদের ছেলে স্কুলছাত্র মো. ইব্রাহিম (১৫) মিয়া। আহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বান্দরবানের ঘুমধুমে পাহাড় ধসে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

প্রত্যক্ষদর্শী মো. নাছির উদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকশাটি (ইজিবাইক) সাতজন যাত্রী নিয়ে ডুলহাজারা বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক (ঢাকা- মেট্রো ও ২০৫) পাগলির আগাস্থ সানমার রাবার বাগানের মোড়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটির তিন যাত্রীর মৃত্যু হয়। বাকি তিনজনকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে।

লামা থানার (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বান্দরবান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর